Home খেলা স্বামী-স্ত্রীর মাঝে মেসি- রোনালদো বিতর্কের পর বিবাহ বিচ্ছেদ !

স্বামী-স্ত্রীর মাঝে মেসি- রোনালদো বিতর্কের পর বিবাহ বিচ্ছেদ !

by bnbanglapress
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: রোনালদো না মেসি সেরা এই বিতর্ক দুনিয়া জোড়া। বিশ্বকাপেও এর নিষ্পত্তি হয়নি। কারণ নকআউটপর্বে বিদায় নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে শ্রেষ্ঠত্বের এই বিতর্কই এবার বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দিল রাশিয়ায়।
রাশিয়ার এক ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। ওই ব্যক্তি মেসির অন্ধভক্ত। আর তার স্ত্রী রোনালদোর ভক্ত। রাশিয়ান সংবাদমাধ্যম ‘অর্গুমেন্তো ই ফকতি’-র প্রতিবেদন অনুযায়ী, ফুটবল-পাগল এ দম্পতির সম্পর্ক শেষ হতে চলেছে। নেপথ্যে সেই রোনালদো বনাম মেসির-চির বিতর্কিত রসায়ন।
ওই ব্যক্তির নাম আর্সেন। তার স্ত্রীর নাম লুডমিলা। আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচের পর তাদের মধ্যে প্রবল তর্কাতর্কি শুরু হয়। মেসিরা নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছানোর পর আর্সেন সেলিব্রেশন শুরু করেন। এর পরেই আসরে নামেন স্ত্রী লুডমিলা। তিনি প্রবল ঝগড়া শুরু করে দেন। বলতে থাকেন, রোনালদো মেসির থেকে অনেক বড় ফুটবলার। স্ত্রীর সঙ্গে তর্কাতর্কিতে পেরে উঠতে না পেরে আর্সেন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। পরে তিনি উরাল প্রদেশে চেলিয়াবিনস্ক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন।
স্থানীয় সংবাদমাধ্যমে আর্সেন জানিয়েছেন, ‘চলতি বিশ্বকাপ শুরুর দিন থেকেই মেসিকে ব্যঙ্গ করছিল ও। আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করার পর আরো বিদ্রুপে ভরিয়ে দিচ্ছিল আমাকে। মেসিকে গালিগালাজ করার পরে নিজেকে সংযত রাখতে পারিনি। ’

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী