ঝিনাইদহ থেকে সংবাদদাতা: “মরণের আগে মরো, সমনকে শান্ত করো, যদি তাই করতে পারো ভবপারে যাবি রে মন রসনা” এমন হাজারো আধ্যাতিক গানের শ্রষ্টা ছিলেন ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাই। শুক্রবার ছিল কবির ১’শ ৩০তম ওফাত দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবির মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ। এ সময় পাগলা কানাই মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দোয়ার অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, বেড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ আছাদুজ্জামান, নাসিরুদ্দিন বিশ্বাস ও হাশেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। দিবসটি পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বই পাঠ প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিপি/কেজে