Home বিনোদন শাকিবের সঙ্গে অভিনয় করতে ভয় পাচ্ছেন এভ্রিল!

শাকিবের সঙ্গে অভিনয় করতে ভয় পাচ্ছেন এভ্রিল!

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড থেকে বাদ পড়া মডেল জান্নাতুল নাঈম এভ্রিলের-এমনটাই দাবি করছেন তিনি।

মিস ওয়ার্ল্ড থেকে মুকুট হারানোর পর বেশ কিছু মিউজিক ভিডিও ও একঘন্টার নাটকে ডাক পান এভ্রিল। কিন্তু তার টার্গেট ছিলো চলচ্চিত্র। সে স্বপ্নই পূরণ হতে যাচ্ছে এভ্রিলের। আরশাদ আদনান প্রযোজিত নতুন চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। এমনই গুঞ্জন যখন হওয়ায় তখন গ্লিটজকেও সে ঘটনার সত্যতা স্বীকার করলেন এভ্রিল।

বললেন, ইচ্ছা ছিলো এটা সারপ্রাইজ হিসেবে থাকবে। কিন্তু তা হলো না। শাকিব খানের সঙ্গে একটি ছবির ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। ১৫ জুলাই’র মধ্যেই একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান। তার আগ পর্যন্ত এতটুকুই।

এর আগে গতবছর ২ ডিসেম্বরও গ্লিটজকে এভ্রিল বলেছিলেন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। অ্যাকশনধর্মী চলচ্চিত্রটিতে তার লেডি বাইকার হিসেবে উপস্থিত হওয়ার কথা- ডিরেক্টর-প্রডিউসার ব্যতিক্রমধর্মী একটা সিনেমা নির্মাণ করছেন। ওনারা চাইছেন আমাকে অ্যাকশনধর্মী চরিত্রে উপস্থাপন করতে। সিনেমার গল্পটা বাইক রাইডিংয়ের উপর নির্ভর করে হবে। স্ক্রিপ্ট লেখার কাজ এখনো চলছে। ওরা একটু টাইম নিচ্ছে। ব্যাপারটা যাতে সুন্দরভাবে গুছিয়ে করতে পারে। আমি তাদের জন্য অপেক্ষা করছি।

সেই চলচ্চিত্রটিতেই শাকিব খানের বিপরীতে ধরা দিচ্ছেন এভ্রিল? ঘটনা যাই হোক, শাকিবের বিপরীতে নতুন নায়িকা হয়ে আসছেন এভ্রিল, এমন খবরে চমকে গেছে চলচ্চিত্রপাড়া। এভ্রিলও শাকিবের প্রশংসায় পঞ্চমুখ। বললেন, ওনাকে দূর থেকে যেমন মনে দায়িত্ববান মনে হয় কাছে গিয়ে দেখেছি শাকিব খান আরও বেশি দায়িত্ববান ও রূচিশীল। উনি যে প্রতিনিয়ত নিজেকে বদলাচ্ছেন, একের পর এক কাজ করে যাচ্ছেন কোন দিকে না তাকিয়ে এটাই আমার কাছে অনেক অ্যামেজিং মনে হয়।

শাকিবের বিপরীতে অভিষেকের আগে প্রস্তুতি নিচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়ানোর। বললেন, আমি নিজেকে প্রস্তুত করছি, নাচ শিখছি, জিম করছি। চলচ্চিত্রটির প্রযোজনে নির্দেশমতো নিজেকে প্রস্তুত করছি। আমি অনেক এক্সাইটেড। শাকিবের সঙ্গে অভিনয় করবো ভাবতেই ভয় পাচ্ছি, কোন ভুলটুল যদি হয়ে যায়। তাই নিজেকে সময় দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী