Home খেলা লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ!

লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ!

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: ওয়েস্ট ইন্ডিজ সফরে চূড়ান্ত লজ্জাজনক ব্যাটিং করলো বাংলাদেশ। অবিশ্বাস্য লাগলেও প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাকিব-মুশফিকরা গুটিয়ে গেছেন মাত্র ৪৩ রানে! টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।
৫০-এর নিচে এবারই প্রথম অলআউট হলো বাংলাদেশ। বাংলাদেশের আগের সর্বনিম্ন স্কোর ছিল ৬২, শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ কলম্বো টেস্টে। টেস্ট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই এটি বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।
ক্যারিবীয় সফরে যাওয়ার আগ থেকেই স্বাগতিকদের পেস আক্রমণ নিয়ে আশঙ্কা করা হয়েছিল। বাস্তবে সেটাই হলো। টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ১৮ রান জমা করতেই ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে পড়ে বাংলাদেশ। সেই ব্যাটিং ব্যর্থতা থেকে আর বের হয়ে আসতে পারেনি টাইগাররা। ফলাফল, ১৮.৪ ওভারে ৪৩ রান তুলতেই ইনিংস শেষ!
ওপেনার তামিম ইকবাল এবং মুমিনুল হক রানের খাতা খুলার সুযোগ পেলেও শূন্য রানে ফিরে যান মুশফিকুর রহিম, অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ৪ বলের ব্যবধানে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। শেষের দিকে শুন্য রানে আউট হন কামরুল ইসলাম রাব্বিও।
বাংলাদেশের ‘সফলতম’ ব্যাটসমস্যান লিটন দাস। ৪৩ রানের মধ্যে তিনি একাই করেছেন ২৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার রুবেল হোসেন। ৬ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। তামিম ইকবাল ও নুরুল হাসান প্রত্যেকে করেন ৪ রান।
৪৩ রানে গুটিয়ে গিয়ে আরও রেকর্ড গড়ে দিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেকোনো দলের এটি সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৯৪ সালে ইংল্যান্ড আউট হয়েছিল ৪৬ রানে। ৪৬ রানের সেই স্কোর ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও কোনো দলের সর্বনিম্ন রান। সেই রেকর্ডটিও আজ ভেঙে দিল বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে টসে জিতে বাংলাদেশ দলকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। বাংলাদেশ সময় আজ বুধবার রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। উল্লেখ্য, ক্যারিবীয় সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।

বাংলাপ্রেস/ইউএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী