200
বাংলাপ্রেস অনলাইন: রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে বাড্ডার সাতারকুল রোড এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশের দাবি, নিহতরা সন্ত্রাসী।
বাড্ডা থানার এসআই আব্দুর রশিদ জানান, ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় ডিবি পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দুই যুবককে উদ্ধার করা হয়। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ৬টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বাংলাপ্রেস/ইউএস