বাংলাপ্রেস অনলাইন: সমর্থকদের সামনে নিজেকে উন্মুক্ত করতে বিশ্বকাপের শুরু থেকেই নিজের নাম জড়িয়ে ফেলেছিলেন পুনম। সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেছিলেন তিনি।
পুনম পাণ্ডে মানেই উষ্ণতা, গনগনে বিতর্কের আঁচ। খোলামেলা ছবি তিনি প্রায়ই পোস্ট করেন। বলা ভাল, তিনি নিজের দেহের সুতোর আবরণ খোলার জন্য উপলক্ষ্যই খোঁজেন। চলতি ফুটবল বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। পুনম পাণ্ডে এবার দেহে সুতোটুকু রাখলেন না। কারণ তিনি যে ব্রাজিল ভক্ত। ব্রাজিলের সাম্বা ফুটবলের মূর্চ্ছনা তাঁর দেহেও ঝড় তোলে। তাই এবার পুনম খুলে ফেললেন দেহের পোশাক। নেমার-কুটিনহোদের জয়েরই অপেক্ষায় ছিলেন তিনি।
সোমবারেই মেক্সিকোকে গুড়িয়ে শেষ আটে পা রেখেছে ব্রাজিল। সেই জয়ে যারপরনাই খুশি মডেল অভিনেত্রী। নিজের ‘দুসরি কান্ট্রি’ জয় পেতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের অন্তর্বাসের ছবি পোস্ট করে তিনি লিখে দেন, ‘‘এটাই কি অন্তর্বাস খুলে ফেলার সঠিক সময় নয়?’’
সমর্থকদের সামনে নিজেকে উন্মুক্ত করতে বিশ্বকাপের শুরু থেকেই নিজের নাম জড়িয়ে ফেলেছিলেন পুনম। সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ভিডিওতে দেখা যায় দুবাইয়ের কমেডিয়ান নীতিন মিরানির হাত টেনে নিজের স্তনের উপরে চেপে ধরছেন তিনি। এভাবেই কথোপকথন চালিয়ে যান তিনি। বিশ্বকাপের জন্য একটি শো-য়েও অংশ নিচ্ছেন তিনি। পোশাকি নাম দেওয়া হয়েছিল, ‘নটি ফিফা ২০১৮’।
বিশ্বকাপে মহিলা সমর্থকদের উৎসাহ দিতেই এই শোয়ের আয়োজন, এমনটাই জানিয়েছিলেন তিনি। এর আগে স্পেন বনাম ব্রাজিল ম্যাচেও দুষ্টুমি করেছিলেন তিনি। জানিয়ে দিয়েছিলেন, স্পেন-রাশিয়া ম্যাচে যতবারেই বলে জালে জড়াবে ততবারই তিনি দুষ্টুমি উপহার দিতে কার্পণ্য করবেন না। কথাও রেখেছিলেন, ক্যামেরার সামনেই বক্ষ প্রদর্শনী উপহার দিয়েছিলেন ভক্তদের।
বাংলাপ্রেস/আর এল