বাংলাপ্রেস অনলাইন: রাজধানীর আমিনবাজারে প্রথমে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মাঝখানে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী দুই যুবক। রাস্তায় ছিটকে পড়লে তাঁদের একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সুজাত (২৫) ও শফিক আহমেদ (২৬)।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে মোটরসাইকেল নিয়ে সুজাত ও শফিক আমিনবাজার থেকে সাভারের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মাঝখানে চাপা পড়েন তাঁরা। পরে আরেকটি ট্রাক রাস্তায় পড়ে থাকা দুই যুবকের ওপর দিয়ে চলে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতাল মর্গে পাঠায়। ওসি মোহসিনুল কাদির আরো বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত দুজনের বাড়ি পাবনা বলে জানান তিনি।
বাংলাপ্রেস/আর এল