বাংলাপ্রেস অনলাইন: ঢাকায় আগামীকাল শনিবার সমাবেশ করার অনুমতি না দেওয়ার প্রতিবাদে রোববার মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে আমরা শনিবার ঢাকায় যে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলাম, পুলিশ সেই সমাবেশের অনুমতি দেবে না বলে আমাদেরকে জানিয়েছে। ক্রমাগতভাবে নানা অজুহাত দিয়ে একের পর এক বিরোধীদলের গণতন্ত্রের স্বীকৃত যে অধিকারগুলো, সেই অধিকারগুলো নির্মমভাবে রাষ্ট্রযন্ত্র দিয়ে পিষ্ট করছে তারা।
রিজভী বলেন, শনিবারের সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামী রোববার ৮ তারিখ রাজধানীর থানায় থানায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৯ জুলাই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিশন অথবা মহানগর নাট্যমঞ্চে গণ অনশনের কর্মসূচি হবে বলেও জানান তিনি।
খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে ঢাকায় বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণার পর ‘পুলিশের অনুমতি না মেলায়’ শনিবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই কর্মসূচি পালন করবে বলে জানিয়েছিল বিএনপি।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, প্রকাশনার বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত ছিলেন।
বাংলাপ্রেস/এফএস