Home প্রবাস বোষ্টন প্রবাসী মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আর নেই

বোষ্টন প্রবাসী মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আর নেই

by bnbanglapress
A+A-
Reset

বোষ্টন প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের বোষ্টন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোষ্টনে নিজ বাসভবনে মৃত্য হয় তাঁর।তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ পুত্র ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান।

প্রয়াত হাবিবুর রহমান স্পষ্টভাষী, সদালাপী এবং আজীবন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক উল্লেখ করে নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি, সাধারন সম্পাদক সুহাস সংগঠনের নেতা-কর্মিরা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশের সাথে মরহুমের আত্মার শান্তি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক হাবিবুর রহমানের মৃত্যুতে বোষ্টনে বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। মরহুমের আত্মার মাগফিরাত চেয়ে দোয়া করতে বন্ধুবান্ধব, স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করেছেন তাঁর পরিবার।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী