বাংলাপ্রেস অনলাইন: উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র মুক্ত করতে যুক্তরাষ্ট্র গ্যাংস্টারের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছে পিয়ংইয়ং।
শনিবার নতুন করে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের এক আলোচনা শেষে উত্তর কোরিয়া এ দাবি করেছে। তাদের ভাষায়, উচ্চ পর্যায়ের ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের আচরণ ছিল ‘চরম বিঘ্নকারী’।
শুক্রবার উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে দেশটিতে দুই দিনের সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সম্মেলনের পর পম্পেওর এটিই প্রথম পিয়ংইয়ং সফর।
উত্তর কোরিয়ার সাথে তাদের আলাপ ফলপ্রসূ হয়েছে মন্তব্য করে উচ্চ পর্যায়ের সেই বৈঠক শেষে পম্পেও জানান, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হয়েছেন। তবে কীভাবে তা অর্জিত হবে তা বিস্তারিত জানাননি তিনি।
অবশ্য, এর কয়েক ঘণ্টা পরই বিপরীত তথ্য দেয় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পরমাণু অস্ত্র বর্জনে উত্তর কোরিয়ার ওপর সার্বজনীন চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সম্মেলনে অর্জিত জীবনীশক্তির বিপরীতে কাজ করছে।
ওই বিবৃতিতে বলা হয়, আমরা অনুমান করেছিলাম যুক্তরাষ্ট্র গঠনমূলক ধারণা নিয়ে আসবে, যেখানে আমরা প্রতিদানে কিছু পাব। পরমাণু নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়ার সংকল্প হোঁচট খেতে পারে বলে বিবৃতিতে সতর্ক করে দেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি তাদের গ্যাংস্টার মানসিকতা নিয়ে ভাবে যে, উত্তর কোরিয়াকে সম্মত করতে বাধ্য করা হবে, তাহলে তারা বড় ধরনের ভুল করছে।
চরম ভুল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র !
293