329
বাংলাপ্রেস অনলাইন : জম্মু ও কাশ্মিরের কুলগামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনীর ছোড়া গুলিতে ১৬ বছরের এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছে। নিহত শাকির আহমদ (২২), ইরশাদ মাজিদ (২০) ও আন্দালিব (১৬) কুলগামের হাওরা এলাকার বাসিন্দা ছিলেন। আহত হয়েছে আরও ১০ বিক্ষোভকারী, যাদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ।
এনডিটিভি জানায়, শনিবার কাশ্মিরের দক্ষিণের কুলগাম জেলার রেদওয়ানি এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের উপর বিক্ষোভকারীরা পাথর ছুড়ে হামলা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনার পর কুলগাম ও অনন্তনাগ এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাপ্রেস/এফএস