Home আন্তর্জাতিক থাইল্যান্ডে আটকেপড়া গুহা থেকে ৬ জন উদ্ধার, অভিযান এখনো চলছে

থাইল্যান্ডে আটকেপড়া গুহা থেকে ৬ জন উদ্ধার, অভিযান এখনো চলছে

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: থাইল্যান্ডে গুহায় আটকেপড়া ১৩ জনের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযান এখনও চলছে। উদ্ধারের পর পরই শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার অভিযানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে।

আজ স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু করেছে অত্যন্ত সুদক্ষ ডুবুরি দল। উদ্ধারকারী দলে ১৩ জন বিদেশি ডুবুরি ও থাই নৌবাহিনীর পাঁচজন ডুবুরি রয়েছেন।

গত ২৩ জুন বেড়াতে গিয়ে সেখানে আটকে পড়ে ১২ কিশোর এবং তাদের ফুটবল কোচ। তারা গুহায় ঢোকার পর হঠাৎ ভারী বৃষ্টি এবং এতে সৃষ্ট বন্যায় ডুবে যায় গুহামুখ। ভেতরেও ঢুকে পড়ে পানি। গুহায় প্রবেশের ৯ দিন পর গত ২ জুলাই আটকেপড়াদের ব্যাপারে জানতে পারে সবাই। এরপর থেকেই শিশুদের উদ্ধারে তৎপরতা শুরু হয়।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী