বাংলাপ্রেস অনলাইন: মার্কিন মুলুকে পড়তে দিয়ে খুন হয়ে গেলেন এক ভারতীয় ছাত্র৷ স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কানসাসের এক রেস্তরাঁয় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের৷ ঘটনার ছবি ধরা পড়েছে রেস্তরাঁর সিটিটিভি ক্যমেরায়৷ সেই ফুটেজ প্রকাশ করেছে মার্কিন পুলিশ৷ অভিযুক্তদের সন্ধান দিতে পারলে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে৷
বরাবরের মেধাবী ছাত্র৷ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশ করায় চাকরিও পেয়ে গিয়েছিলেন তেলেঙ্গানার বাসিন্দা শরৎ কোপ্পু৷ চাকরির সুবাদে থাকতেন হায়দরাবাদে৷ চলতি বছরের শুরুতে সেই চাকরি ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন শরৎ৷ বিদেশে একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের ছাত্র ছিলেন তিনি৷ মার্কিন মুলুকে থাকার খরচ চালাতে কাজ করতেন কানসাস শহরের একটি রেস্তরাঁয়৷ স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ ওই রেস্তরাঁয় হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীরা৷ রেস্তারাঁয় তখন খাওয়া-দাওয়া করছিলেন অনেকেই৷ রেস্তরাঁ মালিক জানিয়েছেন, বিপদ বুঝে টেবিল ও কাউন্টারের পিছনে লুকিয়ে পড়েন সকলেই৷ কিন্তু, সে পথে হাঁটেননি শরৎ৷ বরং, প্রাণ বাঁচাতে রেস্তরাঁ থেকে পালানোর চেষ্টা করেন তিনি৷ তখন পিছন থেকে ওই ভারতীয় ছাত্রকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় দুষ্কৃতীরা৷ লুটিয়ে পড়ে শরৎ কোপ্পু৷ পরে রক্তাক্ত অবস্থা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কানসাস পুলিশ৷ ফুটেজে চেকশার্ট পরা এক ব্যক্তিকে গুলি চালাতে দেখা গিয়েছে৷ তার সন্ধান দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন পুলিশ৷
শনিবার সকলে মার্কিন মুলুকে ছেলের মৃত্যুসংবাদ পান শরৎ কোপ্পুর পরিবারের লোকেরা৷ দেহ ফিরিয়ে আনতে তেলেঙ্গানার মন্ত্রী কেটি রামা রাওয়ের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা৷ সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন শিকোগায় কর্মরত ভারতীয় দুতাবাসের কর্মীরাও৷ ঠিক এক বছর আগে আমেরিকার কানসাস শহরেই এক নেভি অফিসারের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাসন কুচিভোটলা৷ গত মে মাসে ওই নেভি অফিসারকে যাদবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত৷
বাংলাপ্রেস/আর এল