বাংলাপ্রেস অনলাইন: অভিযুক্তের বয়স ৯৯ বছর। অপরাধ, নাবালিকাকে যৌন নিগ্রহ। এই বয়েসেও এমন অপরাধ কেউ করতে পারে ভেবে হতবাক হয়ে গিয়েছেন অনেকেই।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ে বছর দশের এক বালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে ৯৯ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পরশুরাম। জানা গিয়েছে, নাবালিকার পরিবার ওই বৃদ্ধের বাড়িতেই ভাড়া থাকত গত দুবছর ধরে।উন
অভিযোগ, কয়েকদিন আগে পরশুরাম ওই বালিকাকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। তখনই তার উপর অত্যাচার চালায় সে। পরে ওই বালিকা বাড়ি গিয়ে গোটা ঘটনাটি খুলে বলে। এর পরেই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতা বালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে ৯৯ বছরের পরশুরামকে গ্রেফতার করেছে স্থানীয় একটি মহিলা থানার পুলিশ। জানা গিয়েছে, পরশুরামের ৫টি মেয়ে ও ২টি ছেলে রয়েছে। প্রত্যেকেই বিয়ে হয়ে যাওয়ার পর অন্যত্র থাকেন। পরশুরামের দেখভালের জন্য একজন আয়াও রয়েছে। তবে ৯৯ বছর বয়সে এসে কোনও বৃদ্ধ এমন কাজ কী করে করতে পারে, সেই ভেবেই অবাক হয়ে যাচ্ছেন অনেকে।
বাংলাপ্রেস/আর এল