251
বাংলাপ্রেস অনলাইন : থাইল্যান্ডের ফুকেট গভর্নর নোরাফাত প্লথং সোমবার জানিয়েছেন, ফুকেট উপকূলে গত বৃহস্পতিবারের নৌ ডুবির ঘটনায় ৪২ জন মারা গেছে। এতে এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। ফিনিক্স নামের ডুবে যাওয়া ওই থাই নৌযানে মোট ৮৯ জন যাত্রী ছিল। এদের মধ্যে ৮৭ জনই চীনের নাগরিক। দেশটির সাথে যৌথভাবে যাচাইয়ের পর তিনি একথা জানান। খবর : সিনহুয়া/বাসস। এর আগে থাই কর্তৃপক্ষ ওই নৌযানে ৯৩ যাত্রী ও ১১ ক্রু সদস্যসহ ১০৫ আরোহী থাকার কথা জানিয়েছিল।
বাংলাপ্রেস/এফএস