Home বিনোদন দিল্লির আলোচিত গণধর্ষণ : উচ্চ আদালতেও ফাঁসির রায় বহাল

দিল্লির আলোচিত গণধর্ষণ : উচ্চ আদালতেও ফাঁসির রায় বহাল

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে নির্ভয়া গণধর্ষণের ঘটনায় সোচ্চার হয়ে ওঠে গোটা দেশ। নির্ভয়াকাণ্ডে ধর্ষকদের ফাঁসির সাজা বহাল রাখল শীর্ষ আদালত। গণধর্ষণ কাণ্ডে ৪ দোষী পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই মামলাতেই ধর্ষকদের ফাঁসির সাজা বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত।

সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি দীপক মিশ্র, আর বানুমাঠি ও অশোক ভূষণের এজলাসে পুনর্বিবেচনার বিষয়টি ওঠে। দোষীদের মধ্যে মুকেশ (২৯), পবন গুপ্ত (২২), বিনয় শর্মা (২৩) ফাঁসির সাজা পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছিল। আর এক অভিযুক্ত অক্ষয়কুমার সিংহ (৩১) পুনর্বিবেচনার আবেদন জানায়নি।

প্রসঙ্গত, দিল্লির হাইকোর্টে আগেই ফাঁসির সাজা ঘোষণা করেছিল। ৫ মে, ২০১৭ সালে সুপ্রিম কোর্টও দোষীদের ফাঁসির সাজা বহাল রাখে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে নির্ভয়া গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে দেশ। সেই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছিল সমাজের সর্বস্তরের মানুষ।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী