Home খেলা বিশ্বকাপ বাছাই পর্বের সেমিফাইনালে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাই পর্বের সেমিফাইনালে বাংলাদেশ

by Dhaka Office
A+A-
Reset

???? ????????-????, ??????, Women’s World Cup-2018, rtvonline

বাংলাপ্রেস অনলাইন: লেগ-স্পিনার ফাহিমা খাতুনের হ্যাট্টিকে টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপের লড়াইয়ে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ মহিলা দল ৮ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমির বাঁধা টপকে ফাইনালে উঠলেই আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে বাংলাদেশ।

গতরাতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ফাহিমা বোলিং তোপে ৩৯ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। প্রতিপক্ষে ব্যাটিং ইনিংসের ১৩তম ও নিজের তৃতীয় ওভারের শেষ তিন বলে উইকেট শিকার করে হ্যাট্টিক পূর্ণ করেন ফাহিমা। শেষ পর্যন্ত ৮ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া নাহিদা আক্তার ও রুমানা আহমেদ ২টি করে উইকেট নেন। জয়ের জন্য ৪০ রানের লক্ষ্য ৪১ বল ও ২ উইকেট খরচ করেই স্পর্শ করে ফেলে বাংলাদেশ। দলের পক্ষে নিগার সুলতানা অপরাজিত ২১ ও সানজিদা ইসলাম ১৫ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের ফাহিমা।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী