Home বিনোদন সারার পাশে সৎ মা কারিনা

সারার পাশে সৎ মা কারিনা

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: সাইফ আলী খানের কন্যা সারা আলী খান কারিনা কাপুর খানের সৎমেয়ে। কিন্তু সারার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো। এমনকি সাইফ-অমৃতার মেয়ের ফিল্মি ক্যারিয়ার নিয়ে কারিনা খুবই সচেতন। সারাকে সিনেমা-সংক্রান্ত বিষয়ে নানা পরামর্শ দেন তিনি। এমনকি সারার খুঁটিনাটি সব বিষয়ে মা কারিনার নজর অন্য সবার চেয়ে আলাদা।

অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে সারার। কিছুদিন আগে খবর ছিল যে ‘কেদারনাথ’ ছবিতে সারার লুক কারিনার নাকি একদম পছন্দ হয়নি। তাই এবার মেয়েকে আরও সুন্দরী এবং আকর্ষণীয় করতে উঠেপড়ে লেগেছেন তিনি। আর এর জন্য তিনি উপায়ও বের করেছেন। ‘কেদারনাথ’ ছবির পর রোহিত শেঠির ‘সিম্বা’ ছবিতে দেখা যাবে সারাকে। বলিউডের ‘নবাব পত্নী’ কারিনা চান, এই ছবিতে যেন সারাকে আরও সুন্দরী মনে হয়।

মেয়েকে মনের মতো করে সাজাতে কারিনা নিজের পছন্দের একজনকে ‘সিম্বা’র সেটে পাঠানোর সিদ্ধান্ত নেন। আর এই বিশেষ মানুষটি হলেন হেয়ার ও মেকআপ স্টাইলিস্ট পম্পি হংস। অনেক বছর ধরে তিনিই কারিনাকে সাজিয়েছেন। এবার কারিনা চান পম্পি যেন সারাকে নতুন রূপ দেন। তাই কারিনা তাঁর মেয়ের লুক আর স্টাইলের দায়িত্ব দিয়েছেন পম্পিকে। কারিনা জানেন, একজন নায়িকার লুক আর স্টাইল তাঁর ক্যারিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই তিনি সারার এ বিষয়ের সঙ্গে কোনো সমঝোতা করতে চান না।

সারার এই নতুন রূপ শুধু ‘সিম্বা’তে নয়, ‘কেদারনাথ’ ছবির শেষ দিকেও দেখা যাবে। অভিষেক কাপুরের এই ছবির ক্লাইমেক্সে পম্পি সাইফ কন্যাকে নতুন সাজে সাজিয়েছেন। সারা আলী খানের অভিষেক ছবি ‘কেদারনাথ’ ৩০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে সুশান্ত সিং রাজপুতকে তাঁর বিপরীতে দেখা যাবে। আগস্ট থেকে ‘সিম্বা’ ছবির শুটিং শুরু করবেন সারা। রোহিত শেঠির এই ছবিতে তাঁকে রণবীর সিংয়ের সঙ্গে দেখা যাবে। ‘সিম্বা’ মুক্তি পাবে ২৯ ডিসেম্বর। একই বছর সারার পর পর দুটি ছবি মুক্তি পাবে। জানা গেছে, আনুশকা শর্মা তাঁর হোম প্রডাকশনের ছবিতে সারাকে কাস্ট করতে চান।

সাইফ আলী খান আর অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম ও মেয়ে সারা। কারিনার সঙ্গে এই দুই ভাইবোনের সঙ্গে চমৎকার সম্পর্ক। ইব্রাহিম আর সারা সুযোগ পেলেই কারিনার সঙ্গে দেখা করতে যান। কারিনাও চেষ্টা করেন তাঁদের পাশে নানাভাবে দাঁড়াতে। শোনা গেছে, কারিনার সঙ্গে নিজের ছেলেমেয়ের মাখামাখি অমৃতা সিং নাকি মোটেও ভালো চোখে দেখেন না। অনেক আগেই অমৃতা সিংয়ের সঙ্গে সাইফ আলী খানের বিবাহবিচ্ছেদ হয়।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী