Home রাজনীতি মাইনাস ওয়ানের কথা শুনছি : মোশাররফ

মাইনাস ওয়ানের কথা শুনছি : মোশাররফ

by bnbanglapress
A+A-
Reset

জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে শুক্রবার দুপুরে ‘বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

সভার আয়োজন করে সম্মিলিত ছাত্র ফোরাম।

খন্দকার মোশাররফ বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা নির্বাচন থেকে বেগম জিয়াকে মাইনাস করতে চাচ্ছেন। আমরা বলতে চাই, ১/১১ এর সময় আমরা শুনেছি, মাইনাস টু’র কথা। আর আজকে আমরা শুনছি, মাইনাস ওয়ানের কথা। কিন্তু মাইনাস টু’র কুশীলবরা এখনও বেঁচে আছে। প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, আপনিও কিন্তু মাইনাস টু এর একজন ছিলেন। যেদিন বেগম জিয়া মাইনাস হবেন, তারপর আর বেশিক্ষণ লাগবে না, মুহূর্তের মধ্যে আপনিও মাইনাস হয়ে যাবেন। অতএব সাধু সাবধান।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, সরকার যদি বলে বিএনপির সাথে নির্বাচনের বিষয়ে কোনো সমঝোতা হবে না, তাহলে সমঝোতার দরকার নাই। জনগণ এবং আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যেটা চায় সেটা হলো, আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হোক। আর এটা হতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষ সরকার লাগবে এবং বেগম জিয়াকে মুক্তি দিতে হবে।

তিনি বলেন, সরকার নিয়ন্ত্রিত বিচার বিভাগের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা যাবে না গণজাগরণের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে বেগম জিয়ার কারাবাসকে আরো বৃদ্ধি করছে। এটার একটিই উদ্দেশ্য, আগামী একাদশ নির্বাচনে বেগম জিয়া ও বিএনপিকে মাইনাস করা।

নির্বাচনে বছরে জনগণের সাথে প্রতারণা করার জন্য সরকার বিশাল বাজেট নিয়ে আসছে অভিযোগ করে সাবেক এই মন্ত্রী বলেন, এই বারের বাজেটে ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা কাটছাঁট করতে হয়েছে। কারণ রাজস্ব আদায় হয়নি। গতবছরের বাজেট টার্গেট বাস্তবায়ন সম্ভব হয় নাই। সেখানে তার চেয়ে বড় বাজেট করার কি অর্থ থাকতে পারে? একমাত্র উদ্দেশ্য, নির্বাচনী বছরে দেশের জনগণের সাথে প্রতারণা করা।

আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

এমএইচ-এসআই/এসবি

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী