Home Uncategorized দেশের উন্নয়নে আ. লীগকে আবার ক্ষমতায় আনতে হবে: ছাত্রনেতা রিপন

দেশের উন্নয়নে আ. লীগকে আবার ক্ষমতায় আনতে হবে: ছাত্রনেতা রিপন

by bnbanglapress
A+A-
Reset

রওশন আলম পাপুল,  গাইবান্ধা থেকে: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, বাংলাদেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় ভোট দিয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশের উন্নয়নে শেখ হাসিনার  বিকল্প নাই। তাঁর নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

গত বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দি ও দক্ষিণ দীঘলকান্দি গ্রামে হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় মাহমুদ হাসান রিপন এসব কথা বলেন।

সাবেক ছাত্রনেতা রিপন আরও বলেন, বালাসীঘাট-বাহাদুরাবাদ রুটে টানেল নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সে ঘোষণা দিয়েছেন। বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মিত হলে গাইবান্ধা থেকে ঢাকায় ৪ ঘন্টায় যাওয়া যাবে। যা এখন ৯ থেকে ১২ ঘন্টা লাগে।

হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্ব বৈঠকে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, সহ-সভাপতি মোসলেম উদ্দীন বাবলু, সাধারণ সম্পাদক সামশীল আরেফিন টিটু ও হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

সভায় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মি উপস্থিত ছিলেন। পরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মাহমুদ হাসান রিপন।

বাংলাপ্রেস/ইউএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী