Home Uncategorized কার্লাইলকে ফেরানোয় বাংলাদেশ সরকারের হাত নেই: কাদের

কার্লাইলকে ফেরানোয় বাংলাদেশ সরকারের হাত নেই: কাদের

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন : খালেদার আইনজীবী লর্ড আলেকজান্ডার কার্লাইলকে ভারত থেকে ফিরিয়ে দেওয়ার পেছনে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার গাজীপুরের চন্দ্রায় কোরবানির ঈদের আগে সড়ক প্রস্তুতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী কাদের।

বিএনপি চেয়ারপারসনের ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল বুধবার ভারতের দিল্লি বিমানবন্দরে নামার পর সেদেশের কর্তৃপক্ষ তাকে সেখান থেকে তার দেশের একটি ফ্লাইটে উঠিয়ে দেয়। কার্লাইল যুক্তরাজ্য ফিরে সংবাদমাধ্যমকে বলেছেন, বাংলাদেশ সরকারের চাপে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নয়া দিল্লির এ পদক্ষেপে তারা বিস্মিত ও মর্মাহত হয়েছেন।

দুর্নীতির মামলায় খালেদা জিয়ার কারান্তরীণ থাকা সম্পর্কে বলতে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে কথা বলা এই ব্রিটিশ আইনজীবী ও হাউস অব লর্ডস সদস্যের। সম্প্রতি তাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী নিয়োগ দেওয়া হয় দলের পক্ষ থেকে।

ওবায়দুল কাদের বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভারতে কে আসবে কে আসবে না, ভারত আসতে তার অনুমতি লাগবে কীভাবে অনুমতি নিতে হবে এটা ভারতের নিজেদের নিয়ম কানুনের বিষয়, ভারতের নিজেদের সিদ্ধান্তের বিষয়। ভারতে কাকে আসতে দেবে কাকে আসতে দেবে না এটা ভারতের ব্যাপার। তিনি বলেন, ভারতের ফরেন অফিস থেকে বলা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টসে ঘাটতি রয়েছে। এ কারণে লর্ড কার্লাইলকে অনুমতি দেওয়া হয়নি। এখন এ অনুমতির বিষয়টি সম্পূর্ণ ভারত সরকারের বিষয়। এখানে বাংলাদেশ সরকারের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। এটা ভারতের ইন্টারনাল ম্যাটার, বাংলাদেশ সরকার কেন এ ব্যাপারে ইন্টারফেয়ার করবে?

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী