Home আন্তর্জাতিক পাকিস্তানে বিএপির বৈঠকে বোমা হামলায় প্রার্থীসহ নিহত ৮৫

পাকিস্তানে বিএপির বৈঠকে বোমা হামলায় প্রার্থীসহ নিহত ৮৫

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন : পাকিস্তনে বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) বৈঠকে বোমা হামলায় আসন্ন নির্বাচনের প্রার্থী নবাবজাদা সিরাজ রাইসানিসহ অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলুচিস্তান প্রদেশের মাসতুংয়ে এ হামলায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী ফাইজ কাকার। আগামী ২৫ জুলাইয়ের জাতীয় নির্বাচন সামনে রেখে তিন দিনের ব্যবধানে পাকিস্তানে বড় ধরনের প্রাণঘাতী হামলা ঘটল। এর আগে গত ১০ জুলাই আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) এক দলীয় বৈঠকে বিস্ফোরণে ২০ জন নিহত হন।

শুক্রবার বিকালের হামলাটির লক্ষ্য ছিল বেলুচিস্তান আওয়ামী পার্টির পিবি-৩৫ (মাসতুং) এলাকার প্রার্থী সিরাজের নির্বাচনী বৈঠক। ইসলামিক স্টেট এই হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আগা উমর বানগালজাই বলেন, আত্মঘাতী হামলার পর আহতদেরকে দ্রুত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার (ডিএইচকিউ) হাসপাতাল মাসতুং এবং কোয়েটার সিভিল হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদেরকে নেওয়া হয় সিএমএইচ কোয়েটা হাসপাতালে।

কোয়েটায় নিয়ে যাওয়ার পথেই বেলুচিস্তান আওয়ামী পার্টির নেতা সিরাজ রাইসানির মৃত্যু হয় বলে প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জানান। বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নবাব আসলাম রাইসানির ছোট ভাই নবাবজাদা সিরাজ রাইসানি বেলুচিস্তান মুত্তাহিদা মাহাজ (বিএমএম) এর প্রধান ছিলেন। ১৯৭০ এর দশকে দলটি প্রতিষ্ঠা করেছিলেন নবাব ঘোষ বখশ রাইসানি। এবছর জুনে নবগঠিত বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সঙ্গে যোগ দেয় সিরাজের বিএমএম। এবছর আপন ভাই নবাব আসলাম রাইসানির বিরুদ্ধেই পিবি-৩৫ মাসতুং আসনে নির্বাচনী প্রার্থী হয়েছিলেন সিরাজ।

তার কিশোর বয়সী ছেলে হাকমল রাইসানি ২০১১ সালে এ জেলাতেই গাড়িতে গ্রেনেড হামলায় নিহত হন। সেবার সিরাজ ওই গাড়িতে থাকলেও হামলা থেকে অক্ষতভাবে বেঁচে গিয়েছিলেন। কিন্তু তারপরও প্রাণের হুমকির কোনো তোয়াক্কা না করে তিনি রাজনীতি চালিয়ে যান।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী