Home রাজনীতি সোহরাওয়ার্দীতে ছাত্রলীগের সম্মেলন, বাইরে নেতাকর্মীদের মারামারি

সোহরাওয়ার্দীতে ছাত্রলীগের সম্মেলন, বাইরে নেতাকর্মীদের মারামারি

by bnbanglapress
A+A-
Reset

বাংলাদেশ ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৯তম সম্মেলনে সারাদেশ থেকে নেতাকর্মীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছেন। বিকেল ৪টার দিকে উদ্যানের ভিতরে মন্দিরের পাশে ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজনকে প্রতিপক্ষ বাঁশ দিয়ে আঘাত করে।

আজ শুক্রবার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের ছাত্রলীগ কর্মীদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়।

এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মীকে সেখানে পড়ে থাকা বাঁশ দিয়ে আঘাত করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য কর্মীরা এসে বাঁশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দেয়। এতে সম্মেলন স্থলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সংঘর্ষের সময় বিজয় একাত্তর হলের আন্তর্জাতিক বিষয়ক উপ সম্পাদক সাকিব আল হাসান, শাবাব, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাদিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসিফ আরাফাতসহ অনেক ছাত্রলীগের কর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে জাবি ছাত্রলীগের অনেক নেতাকর্মীও উপস্থিত  ছিলেন। এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা ছাত্রলীগের সিনিয়র নেতারা এসে বিষয়টি সমাধান করেন।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী