বাংলাপ্রেস অনলাইন:আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনকে যতটা সম্ভব অনিয়মমুক্ত রাখার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট।
শনিবার (১৪ জুলাই) রাজধানীর বনানীতে সেতুভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎকালে বার্নিকাট এ আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়ে আরও বলেন, যুক্তরাষ্ট্র আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে সরকারের অবস্থান জানতে চেয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত বার্নিকাট। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথাও তারা বলেছেন। তারা বলেছেন, এই তিন সিটি করপোরেশন নির্বাচন ভালোভাবে হোক।
ওবায়দুল কাদের জানান, গাজীপুরের নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে বলে তারা বলেছেন। এছাড়া খুলনা সম্পর্কেও মন্তব্য করেছেন। সামনের নির্বাচনগুলো যতটা সম্ভব অনিয়মমুক্ত করার জন্য তারা সরকারের অবস্থান জানতে চেয়েছেন।
তিনি রাষ্ট্রদূতকে বলেছেন, সরকার বরাবর একই অবস্থানে আছে। অনিয়ম যেখানে, সেখানেই নির্বাচন কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তারা (নির্বাচন কমিশন) যদি আরও অন্য অনিয়মের বিষয়ে তদন্ত করতে চায়, সেটাও করবে। সামনের নির্বাচনগুলো যেন আরও ভালো হয়, সে ব্যাপারে নির্বাচন কমিশনই নজর দিতে পারে। সরকার এ ব্যাপারে সব রকমের সহযোগিতা করবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান হবে। রাষ্ট্রদূতকে বলেছি, এ ব্যাপারে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাদের পর্যবেক্ষকদেরও স্বাগত জানানো হবে। তারা যত পর্যবেক্ষক পাঠাতে চান কিংবা অন্য দেশ থেকে যত পর্যবেক্ষক আসুক- কোনো বাধা নেই।
ওবায়দুল কাদের জানান, সাক্ষাতে বার্নিকাট তাকে বলেছেন, বাংলাদেশ সরকার সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে বলে যুক্তরাষ্ট্র আশা করে।
বাংলাপ্রেস/ইউএস