Home খেলা আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: আইসিসি ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস, আরব আমিরাত ও স্কটল্যান্ডকে পরাজিত করে।
শনিবার নেদারল্যান্ডের উট্রাক্টে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বিশ ওভারে ৯ উইকেটে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ওপেনার আয়শা রহমান ৪২ বলে পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৪৬ রান করেন।
এছাড়া ১৬ রান করেন অন্যওপেনার শামিমা সুলতানা। ১২ রান করেন জাহানারা আলম। আয়ারল্যান্ডের হয়ে লুসি ও রেইলি ৪ ওভারে ২৮ রানের ৪ উইকেট নেন। টার্গেট তাড়া করতে নেমে পান্না ঘোষের গতির মুখে পড়ে ৯৭ রানেই অলআউট হয়ে যায় আইরিশ নারী ক্রিকেটাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন গেবি লুইস। এছাড়া ২৩ রান করেন ইমার রিচার্ডসন। ১৪ রান আসে ওপেনার শ্লেয়ার কিলিংটনের ব্যাট থেকে।
বাকি আটজন ব্যাটসম্যানকে দুই অঙ্কের ফিগারে পৌঁছাতে দেননি পান্না ঘোষরা। বাংলাদেশ দলের হয়ে পেস বোলার পান্না ঘোষ ৪ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। ২৫ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।
বাছাই পর্বের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলবে। আগামী ৯ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হবে। ফাইনাল হবে ২৪ নভেম্বর। এর আগে বাছাইপর্বের বাধা টপকেই ২০১৬ ও ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী