নিউ ইয়র্ক প্রতিনিধি: সিনেটরদের বাধা উপেক্ষা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল শনিবার শীর্ষ ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে চিঠি পাঠান। চিঠিতে তারা পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করার আহবান জানান। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠক করবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
শুক্রবার মার্কিন বিচার বিভাগীয় তদন্ত কমিটি স্পেশাল কাউন্সিলের তদন্তে ১২ রুশ গোয়েন্দা অভিযুক্ত হয়। তারা ডেমোক্র্যাট দলের ওয়েবসাইট এবং প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাক করেছিল বলে তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে। এর একদিন পরই ডেমোক্র্যাট সিনেটররা পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের দাবি জানালেন। কাল সোমবার ফিনল্যান্ডের হেলসিংকিতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একান্ত বৈঠক করার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের।
প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে বলা হয়েছে, আপনি বৈঠক বাতিল করুন। নাহলে পুতিনের নীতির বিরোধিতা করুন বা তার কাছে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের কৈফিয়ত তলব করুন। চিঠিতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অন্য কোনো মার্কিনী যাতে উপস্থিত থাকে সেই ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে। পুতিনের সঙ্গে এক কক্ষে একান্তে যেন ট্রাম্প বৈঠক না করেন। কারণ রাশিয়া যুক্তরাষ্ট্রের গণতন্ত্রে আঘাত হেনেছে। ফলে সেই দেশটির প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক গ্রহণযোগ্য নয়।
তাছাড়া প্রেসিডেন্ট পুতিন কেজিবির শীর্ষ গোয়েন্দা ছিলেন। তিনি সব ধরনের প্রস্তুতি নিয়েই বৈঠকে বসবেন। চিঠিতে স্বাক্ষর করেছেন শীর্ষ ডেমোক্র্যাট চাক চুসুমার, ডিক ডারবিন, মার্ক ওয়ার্নার, রবার্ট মেনেন্দেজ, ডায়েনা ফেইনস্টেইন, প্যাট্রিক লেইহি, শেরড ব্রাউনসহ কয়েকজন। হোয়াইট হাউসের সারাহ হাকেবি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ব পরিকল্পনা অনুযায়ীই পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
প্রেসিডেন্ট ট্রাম্প অনেক আগেই থেকে অস্বীকার করে আসছেন যে, রাশিয়া প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি। তিনি বলেছেন, এটা ডেমোক্র্যাটদের গল্প। ১২ রাশিয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় প্রেসিডেন্ট ট্রাম্প ধাক্কা খেলেন বলে মনে করা হচ্ছে। আলোচনা চলছে যে ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকে প্রসঙ্গটি উপস্থাপন করবেন কিনা।
ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের রাশিয়া বিষয়ক বিশেষজ্ঞ জেফরি ম্যানকফ বলেন, পুতিনের সঙ্গে বৈঠকে বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়া ট্রাম্পের জন্য কঠিনই হবে।
কালকের বৈঠকে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের প্রসঙ্গ তুলবেন কিনা সেই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, বৈঠকে বিষয়টি পুতিনের কাছে জিজ্ঞাসা করবো। তবে জিজ্ঞাসা থেকে কোনো ফল পাওয়া যাবে বলে মনে হয় না। তিনি আরো বলেন, সাবেক প্রেসিডেন্ট ওবামা কেন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে অভিযোগ তোলেননি।
সিনেটরদের বাধা উপেক্ষা করে পুতিনের সঙ্গে বসতে চান ট্রাম্প
284