Home রাজনীতি প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার দিকে তাকাতে বললেন ফখরুল

প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার দিকে তাকাতে বললেন ফখরুল

by bnbanglapress
A+A-
Reset

মালয়েশিয়ার নির্বাচনের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকাতে বলেছেন বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার নেতৃত্বের ৩৪ বছর পূর্ণ উপলক্ষে ‘দেশনেত্রীর রাজনীতি সংগ্রাম ও সফলতা’ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এ আহ্বান জানান।

এই প্রদর্শনীর আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার নামে একটি গবেষণা সংস্থা।

মির্জা ফখরুল বলেন, ‘আমি আহবান করব এই অবৈধ সরকার ও অবৈধ প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার দিকে তাঁকিয়ে দেখুন। দুর্নীতি করলে কিভাবে জনগণের বাইরে চলে যেতে হয়, গণতন্ত্রের বাইরে ছুড়ে পড়তে হয়। সকল শক্তি দিয়েও জনমতকে প্রতিহত করা যায় না। মালয়েশিয়াতে আজ জনমত প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘শেষ চেষ্টাও করেছে মাহাথির মোহাম্মদকে শপথ না দেয়ার জন্য। পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থেকে তিনি শপথ নিয়েই ফিরেছেন।’

বুধবার মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয়ে পেয়েছে ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী জোট। বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত নেতা হিসেবে শপথ নেন তিনি।

কারাগারে ‘অন্যায়ভাবে’ খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে অভিযোগ করে অবিলম্বে তার মুক্তির দাবিও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, দেশনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। তিনিই সম্ভবত একমাত্র ব্যক্তি যাকে হাইকোর্টে জামিন দেবার পরে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন তার জামিনকে স্থগিত করে শুনানি করছেন।

খুলনা নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের অভিযোগ, আজকে নির্বাচন নিয়ে তারা নাটক করছে, প্রহসন করছে। গাজীপুর নির্বাচন নিয়ে এমন একটা কাজ করল, জনগণ বুঝে নিয়েছে এটা কারা করেছে।

তিনি বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে আমাদের নেতা-কর্মীদের। এমনকি এজেন্ট যারা হবেন, তাদের পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে। পুলিশ দিয়ে তারা গোটা নির্বাচনের মাঠকে দখল করার পায়তারা করছে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী