335
বাংলাপ্রেস আনলাইন : পাকিস্তানের সিন্ধু প্রদেশে সোমবার বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ১৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। উর্দু ভাষায় প্রকাশিত স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।খবর: বাসস।
সিনিয়র পুলিশ সুপার জাহিদ শাহ জানান, সিন্ধু প্রদেশের মাশিয়ারি জেলায় যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হলে দুর্ঘটনা ঘটে।বাসটিতে করে বরযাত্রী বহন করা হচ্ছিল। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয় জনগন, পুলিশ ও উদ্ধার দলের সদস্যরা হতাহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাপ্রেস/এফএস