আকবর হোসাইন আটলাণ্টিক সিটি থেকে : গত ১১ই জুলাই বুধবার সন্ধ্যায় আটলাণ্টিক সিটির ২৭০৯ ফেয়ার মাউন্ট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে । বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় কমিউনিটি সেন্টারের আয়-ব্যয়,কমিঊনিটি সেন্টার পরিচালনার জন্য নতুন কমিটি গঠন এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর উদ্যোগে বাংলাদেশ মেলা ২০১৮ আয়োজন সংক্রান্ত বিষয়াদি নিয়ে কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়। মত বিনিময় সভায় আগামী ২৯ই আগষ্ট “বাংলাদেশ মেলা ২০১৮” আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয় ।”বাংলাদেশ মেলা ২০১৮” এর কনভেনার হিসাবে একেএম দুলাল এবং সদস্য সচিব হিসাবে গিয়াস উদ্দিন পাঠানের নাম প্রস্তাব করলে উপস্থিত সদস্যবৃন্দ সমর্থন জানান। এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল মেলার আয়-ব্যয়ের বিষয়ে সবাইকে অবহিত করেন এবং সকলের সহযোগিতায় গত বারের ন্যায় এইবারও মেলা উপলক্ষ্যে স্নরণিকা বের করার সিদ্ধান্ত জানান। সভায় এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের কাছ থেকে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ কমিউনিটি সেন্টারের জন্য কেন পরিচালনা কমিটি গঠন করা হচ্ছে না এইব্যাপারে স্থানীয় সাংবাদিকরা দৃষ্ঠি আকর্ষন করলে আগামী দুই সপ্তাহের মধ্য কমিঊনিটি সেন্টার পরিচালনা কমিটি ঘোষনা করার ওয়াদা দেন।
স্থানীয় বাংলাদেশীরা মনে করে কমিঊনিটি সেন্টার পরিচালনার জন্য কমিটি গঠন এখন খুবই জরুরী হয়ে পড়েছে। এসোসিয়েশনের সভাপতি একাধারে এসোসিয়েশন এবং কমিউনিটি সেন্টারের সকল কর্মকান্ড পরিচালনা করায় কার্যক্রম পরিচালনায় তিনি যেমন হিমসিম খাচ্ছেন অন্যদিকে কমিউনিটি সেন্টারের প্রতি বাংলাদেশীদের আগ্রহ কমে যাচ্ছে।বাংলাদেশীরা মনে করছে নতুন পরিচালনা কমিটি গঠন করলে নতুন কমিটির মাধ্যমে “কমিউনিটি সেন্টার”একটা নতুন রূপ পাবে। যাতে করে কমিঊনিটি সেন্টারের সেবার মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রায় শতাধিক বাংলাদেশীর কমিউনিটি সেন্টার নির্মানের স্বার্থকতা সকলের কাছে পরিলক্ষিত হবে।
বাংলাপ্রেস/আর এল