আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন : গত ১১ই জুলাই বুধবার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলানটিক সিটির মাসিক সাধারন সভা “আটলান্টিক সিটির গরমেট রেষ্টুরেন্টে”।উক্ত সাধারন সভায় সভাপতিত্ত্ব করেন ক্লাবের বিদায়ী সভাপতি কাজী শহিদুল ইসলাম লিটন, উপস্হাপনায় ছিলেন সাধারন সম্পাদক ফারুক তালুকদার।সভায় গত ১ বছরের আয়-ব্যয়র হিসাব প্রদান করার পর বিদায়ী সভাপতি লায়ন কাজী লিটন আগামী দুই বছরের জন্য গঠিত ক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন।
মোঃ হোসেন জনিকে সভাপতি এবং ফারুক তালুকদারকে সাধারন সম্পাদক করে লায়ন্স ক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়। বিদায়ী সভাপতি লায়ন কাজী লিটন নতুন কমিটির কাছে দায়িত্ব প্রদান করে আগামী দুই বছরে তাদের করনীয় সম্পর্কে সবাইকে অবহিত করেন।প্রেসিডেন্ট লায়ন মোঃ হোসেন জনি আগামী দুই বছরে ক্লাবের কার্যক্রম সুষ্টভাবে সম্পাদনে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।সভায় নতুন সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে লায়ন মোঃ হোসেন জনি আগামী মাসে ক্লাবের পক্ষ থেকে পিকনিক আয়োজনের সিদ্ধান্ত সবাইকে অবহিত করেন।
বাংলাপ্রেস/আর এল