বাংলাপ্রেস অনলাইন :গণ প্রজাতন্ত্রী কঙ্গোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে সোমবার বিদ্রোহীদের এক হামলায় আটজন নিহত হয়েছে। উগান্ডান বিদ্রোহী অ্যালায়িড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্যরা এ হামলা চালিয়েছে। সংশ্লিষ্ট সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি/ বাসস।
কঙ্গোর নর্থ কিভু প্রদেশে বেনির প্রায় ৬০ কিলোমিটার পূর্বে কবাসাওয়ায় একটি সেনা ঘাঁটি লক্ষ করে এ হামলা চালানো হয়।
আঞ্চলিক সেনা মুখপাত্র ক্যাপ্টেন মক হাজুকে বলেন, ‘বিদ্রোহীদের হামলায় তিন সৈন্য নিহত হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত।
হামলায় আরো তিন সৈন্য আহত হয়েছে।’তিনি আরো জানান, সেখানে পাল্টা অভিযানে ২ বিদ্রোহী নিহত হয়েছে।
এ হামলায় আরো ৩ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।তিনি জানান, এ সময় হামলাকারীরা ঘাঁটির স্বাস্থ্য কেন্দ্রে থাকা ঔষধ লুট করে।
এডিএফ হচ্ছে উগান্ডা প্রেসিডেন্ট ইয়োরি মুসাভেনি বিরোধী মুসলিম বিদ্রোহীদের নিয়ে গঠিত একটি মিলিশিয়া গ্রুপ। গ্রুপটি ডিআর কঙ্গোতেও সক্রিয় রয়েছে।
বাংলাপ্রেস /এফএস