Home রাজনীতি বিএনপি কোটাকে ভর করে সরকার পতনের চেষ্টা করছে : ওবায়দুল কাদের

বিএনপি কোটাকে ভর করে সরকার পতনের চেষ্টা করছে : ওবায়দুল কাদের

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: সরকার পতন আন্দোলনের অংশ হিসেবে বিএনপি কোটা সংস্কার আন্দোলনের পিঠে ভর করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এবার ছাত্র সমাজকে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে বিএনপি। যা কখনোই পূরণ হবে না।

মঙ্গলবার মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসন্ন কোরবানীর ঈদে যানজট নিরসনকল্পে করনীয় ঠিক করতে সংশ্লিষ্টদের সাথে আলোচনায় সভায় এসব কথা বলেন। সড়কে যানজট প্রসঙ্গে তিনি বলেন, ‘রমজানের ঈদে যানজট ছিল না আর কুরবানীর ঈদেও যানজটের তেমন শঙ্কা নেই। আগামী বছর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট থাকবে না বলে জানান তিনি। এ সময় মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। কাদের আরো বলেন গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নিত হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কমেছে আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দ্বিতীয় কাচপুর,মেঘনা ও গোমতী সেতু চালু হবার পর যানজট আর থাকবে না।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী