Home আন্তর্জাতিক হোয়াটসঅ্যাপে অপহরণ গুজব, শিশুকে চকোলেট দেয়ায় বৃদ্ধাকে হত্যা

হোয়াটসঅ্যাপে অপহরণ গুজব, শিশুকে চকোলেট দেয়ায় বৃদ্ধাকে হত্যা

by bnbanglapress
A+A-
Reset

শিশু অপহরণকারী সন্দেহে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে ভারতের তামিল নাড়ুতে ৩০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে শিশু পাচারকারীদের বিষয়ে ভুয়া সতর্কবার্তা ছড়িয়ে পড়ার পর গত বুধবার ওই বৃদ্ধা ও তার পরিবারের সদস্যরা গণপিটুনির শিকার হন।

পুলিশ জানিয়েছে, ওই মহিলা ও তার পরিবারের সদস্যরা কয়েকটি বাচ্চাকে চকোলেট দিচ্ছে দেখে তাদের আক্রমণ করে স্থানীয় জনগণ।

হতাহতরা তিরুভান্নামালাই জেলায় তাদের গন্তব্যে যাওয়ার পথনির্দেশনা জানতে গাড়ি থামালে ওই ঘটনা ঘটে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘ওই মহিলা কয়েকটি শিশুকে রাস্তার ধারে খেলতে দেখে তাদের কয়েকটি চকোলেট দেন।’

সম্প্রতি হোয়াটসঅ্যাপে শিশু অপহরণ বিষয়ে সচেতন থাকতে বলে ভুয়া একটি মেসেজ ছড়িয়ে পড়ায় ওই এলাকার মানুষ ভীত-সন্ত্রস্ত ছিল। তারা ওই বৃদ্ধার গাড়ি ঘিরে ফেলে তাদের পিটুনি দেয়।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী