386
বাংলাপ্রেস অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীকে অডিওবার্তার মাধ্যমে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এই হুমকি দেয়া হয় বলে জানা গেছে। ঘটনার পর প্রক্টর নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন।
জিডির কপি থেকে জানা গেছে, আজ বেলা ১২টা ১১ মিনিটে সহকারী প্রক্টর লিটন কুমার সাহার মোবাইল ফোনে একটি অডিও বার্তা প্রেরণ করা হয়। যাতে প্রক্টরকে গালাগালি ও প্রাণ নাশের হুমকি দেয়া হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বলেন, হত্যার হুমকি দেয়ায় নিরাপত্তা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
বাংলাপ্রেস/আর এল