গাইবান্ধা প্রতিনিধি : স্বয়ংসম্পুর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগাণে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় গণমাধ্যম ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ বি এম সাদিকুর রহমান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়্যান, সিনিয়র সহকারি পরিচালক বরুন বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সন্তয় ব্যানার্জী, মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক গোলজার হোসেন, জরিপ কর্মকর্তা গোলাম জেলানী, সাংবাদিক গোবিন্দ লাল দাস, কে এম রেজাউল হক, আবু জাফর সাবু, সরকার মো. শহীদুজ্জামান, হেদায়েতুল ইসলাম বাবু ও জাভেদ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভিডিওচিত্র প্রদর্শন ও বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানানো হয়। এই সভায় জেরা পর্যায়ের প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাপ্রেস/আর এল