284
বাংলাপ্রেস অনলাইন : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মাঝ আকাশে মঙ্গলবার দুটি হালকা বিমানের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।খবর: বাসস
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে এ বিমান দুর্ঘটনা ঘটে।স্থানীয় পুলিশ এ ঘটনায় তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।মঙ্গলবার রাতে পুলিশ নিহত তিনজনের জর্জ সানচেজ (২২), রল্প নাইট (৭২) ও নিমা সাজওয়াল (১৯) বলে জানিয়েছে।
দৃশ্যমানতা কম থাকার কারণে মঙ্গলবার এ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা স্থগিত করা হয়েছে। বুধবার কার্যক্রম আবারো শুরু করা হবে।বিমান দু’টির ধ্বংসাবশেষ এমন এক স্থানে দেখা গেছে যেখানে এয়ারবোট ছাড়া যাওয়া সম্ভব নয়
বাংলাপ্রেস/এফএস