জয়পুরহাট প্রতিনিধি: মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে সারা দেশে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় জয়পুরহাটে বুধবার ৪৮ হাজার ৪শ চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন বুধবার সকালে ওই বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত ফারজানা, নেজারত ডেপুটি কালেক্টরেট কাজী ইমাম রাজী টুলুসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, স্কাউট ও গার্ল ইন স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে সারা দেশে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার ও উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস সমূহে ১৮ হাজার ৪’শ বৃক্ষ রোপন করা হয়েছে।
বাংলাপ্রেস/আর এল