Home Uncategorized সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম

সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম

by Dhaka Office
A+A-
Reset

সিলেট প্রতিনিধি: বিএনপি’র বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম মনোনয়ন পত্র দাখিল করায় বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচন থেকে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আরিফুল হকের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নিজের মা ও স্ত্রীকে নিয়ে উপস্থিত হন সেলিম। এ সময় নির্বাচন থেকে সরে যাওয়ার কথা ঘোষণা দেন তিনি।

এ ছাড়া আরিফুল হক চৌধুরীকে নির্বাচনে সমর্থনও জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে সেলিম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। তিনি বলেন, বিএনপি আমার রক্তে, আমার শিরায় শিরায়। কাল যখন বিএনপি নেতারা আমাকে বাসায় এসে অনুরোধ করেছেন সেটি আমি ফেলতে পারিনি।’ তাঁর এ ঘোষণার পর সেলিমকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে দিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, কলিম উদ্দিন মিলন, মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ডা. শাহরিয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক প্রমুখ। আমান উল্লাহ আমান বলেন, বদরুজ্জামান সেলিমকে আবারো সিলেট মহানগর বিএনপির স্বপদে পুনর্বহাল করা হলো।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী