Home রাজনীতি সোনা নিয়ে কথা বলা বিএনপি’র মুখে শোভা পায় না : ওবায়দুল কাদের

সোনা নিয়ে কথা বলা বিএনপি’র মুখে শোভা পায় না : ওবায়দুল কাদের

by Dhaka Office
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনা নিয়ে কথা বলা বিএনপি নেতাদের মুখে শোভা পায় না। কারণ, বিএনপির নেতারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ।”

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়ার স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশ ব্যাংকের ভল্টের সোনা বিষয়ে যদি ভেতরে কোনো অনিয়ম হয়ে থাকে, সেটা সুষ্ঠু তদন্ত হবে। যদি তদন্তে কারও অপকর্ম করার বিষয় বেরিয়ে আসে, তাহলে তাঁকে কঠিন শাস্তি পেতে হবে। শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের অপকর্ম করার কোনো সুযোগ নেই।”

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “আজ আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি বলছে, দেশে গণতন্ত্র নেই। কিন্তু তারা শেখ হাসিনার সরকারকে, শেখ হাসিনাকে প্রতিনিয়ত অগণতান্ত্রিক ভাষায় আক্রমণ করে যাচ্ছে।”

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী