Home আন্তর্জাতিক আইএস নিয়ে ছবির প্রোমোশন, আতঙ্কের জন্য ক্ষমা প্রার্থনা

আইএস নিয়ে ছবির প্রোমোশন, আতঙ্কের জন্য ক্ষমা প্রার্থনা

by bnbanglapress
A+A-
Reset

একটা শপিং মলকে ঘিরে রেখেছে এক দল সশস্ত্র আইএস জঙ্গি। প্রত্যেকের হাতেই স্বয়ংক্রিয় বন্দুক, রকেট লঞ্চার। একজন জঙ্গি আবার ঘোড়ায় সওয়ার হয়ে এসেছে। শপিং মলের ভেতরে তখন কেনকাটায় ব্যস্ত লোকজন। হঠাৎই জঙ্গিরা তলোয়ার ও বন্দুক উঁচিয়ে ‘আল্লাহু আকবর’ বলে চিত্কার করতে করতে শপিং মলের ভেতরে ঢুকে পড়ে। জঙ্গি হামলা হয়েছে ভেবে মলের ভেতরে তখন ধুন্ধুমার কাণ্ড। লোকজন ছোটাছুটি করতে শুরু করে দেন। গত সোমবার রাতে তেহরানের একটি শপিং মলের দৃশ্যপটটা ঠিক এ রকমই ছিল।

দৃশ্যপটই বটে! না, কোনো জঙ্গি হামলা-টামলা নয়, ওটা ছিল একটি ইরানি ছবির প্রোমোশন। ছবির নাম দামাস্কাস টাইম।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবির গল্পটা বাবা-ছেলে এবং ইসলামিক স্টেট জঙ্গিদের নিয়ে। ইরানের এক ব্যক্তি ও তার ছেলে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকায় গিয়েছিলেন ত্রাণসামগ্রী পৌঁছতে। কিন্তু সেখানে গিয়ে আইএস জঙ্গিদের খপ্পরে পড়েন তারা। বাবা-ছেলেকে অপহরণ করে নিয়ে যায় জঙ্গিরা।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী