Home Uncategorized থোকায় থোকায় আম ধরেছে প্রধানমন্ত্রীর আমবাগানে

থোকায় থোকায় আম ধরেছে প্রধানমন্ত্রীর আমবাগানে

by Dhaka Office
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমবাগান থোকায় থোকায় আম ধরেছে। উপজেলার উজিরপুরে (শেখ হাসিনার মোড়) প্রধানমন্ত্রীর দেড় একরের বেশি জমিতে আমবাগানটি গড়ে তোলা হয় ২০১৩ সালে। স্থানীয়ভাবে এটি দেখভাল করছেন প্রধানমন্ত্রীর নাতি (প্রধানমন্ত্রীর স্বামী ড. ওয়াজেদ মিয়ার ভাগ্নের ছেলে) শাহিদুল ইসলাম পিন্টু।

পিন্টু জানান, বাগান করার পর গত দুই বছরে কিছু কিছু গাছে আম ধরেছিল। তবে এ বছর প্রতিটি গাছে থোকায় থোকায় আম ধরেছে। বারি আম-৪ ও জনপ্রিয় হাঁড়িভাঙা প্রজাতির আম সমৃদ্ধ এ বাগান স্থাপনে সহায়তা করছে রংপুরের বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র।

জানা গেছে, বাগানে মোট ১১০টি আম গাছের মধ্যে বারি আম-৪ জাতের ৫৫টি এবং জনপ্রিয় হাঁড়িভাঙা জাতের গাছ রয়েছে ৫৫টি। রংপুর-ঢাকা মহাসড়কের ধার ঘেঁষে এক সময়ের পতিত জমিতে গড়ে তোলা দৃষ্টিনন্দন এই আমবাগান সহজে নজর কাড়ে সবার।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী