Home Uncategorized অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: চিঠি পাঠিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী কবির আহমেদ শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (নম্বর -১১১৩) করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নাম-ঠিকানাবিহীন একটি চিঠি আছে। চিঠিতে লেখা রয়েছে, আইন নিজের গতিতে চলবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে শেখ হাসিনা আপনাকে কিনে ফেলেছে। খালেদা জিয়ার ব্যাপারে আপনি যে কারসাজি করছেন, এগুলোর জন্য ক্ষমা পাবেন না। আপনার মৃত্যু অনিবার্য।

উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরেও চিঠি পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়। ২০১৬ সালের মে মাসের দিকেও তাকে হত্যার হুমকি দেয়া হয়।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী