নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন বাংলাদেশি তরুণ আলভীন আহমেদ।গত গত ১৬ জুলাই সোমবার স্থানীয় লোগ্যান ভিল এলাকায় পাবলিক্স ফার্মেসিতে রাতের শিফটে কাজে যাবার পরে আর ঘরে ফেরেনি আলভীন।সে দীর্ঘদিন ধরে উক্ত ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসেবে কাজ করে আসছিল।
কাজ থেকে ঘরে ফিরে আসায় পরদিন সকালে তাকে খুঁজতে তাকেন তার পরিবারের লোকজন। শেষে পুলিশে খবর দেওয়া হয়।গত চার দিনেও তার কোন খোঁজ মেলেনি। এদিকে, স্থানীয় ডাল্টন লেকে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। তবে লাশটি কার, তা এখনো শনাক্ত করতে পারেনি আটলান্টার গুইনেট কাউন্টি পুলিশ। লোগ্যান ভিল পুলিশ একটি পরিত্যক্ত গাড়ি গুইনেট পুলিশের কাছে হস্তান্তর করেছে। এটি আলভীনের গাড়ি বলে ধারণা করা হচ্ছে।
https://www.facebook.com/rajboy77/videos/1988201991230844/
আলভীন আহমেদ আটলান্টার লোগ্যান ভিল এলাকার বাসিন্দা।তার বাবা মরহুম কামাল উদ্দিন ও মা পারভীন। এলভিন আহমেদ তাদের ছোট ছেলে। আলভীন আহমেদ (২৫) ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করে চাকুরিতে যোগ দেন।