এবার পদত্যাগ করতে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচারণের কারণে এবার পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ক্রিস্টজেন নিলসেন। মার্কিন মন্ত্রিসভার অধিবেশনে ট্রাম্প তাকে ভর্ৎসনা করায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিলসেন হচ্ছেন একজন দক্ষ নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বর্তমানে তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প তাকে মন্ত্রিসভার সব সদস্যের সামনে ভর্ৎসনা করেন। এ ঘটনায় তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র প্রস্তুত করেছেন।