বাংলাপ্রেস অনলাইন: আফগানিস্তানে তালেবান হামলায় অন্তত ২০ পুলিশ নিহত হয়েছে। আফগানিস্তানের উত্তর ও পূর্বাঞ্চলীয় কান্দুজ এবং গজনি প্রদেশের দুটি পুলিশ ফাঁড়িতে ওই ২০ আফগান পুলিশ নিহত হয়।
বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কান্দুজ প্রদেশের পুলিশের মুখপাত্র এনামুদ্দিন রাহমানি বলেছেন, গতরাতে তালেবানরা ‘চাহারাহি’ গ্রামের পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। ওই হামলায় ১২ পুলিশ নিহত এবং অপর ৭ পুলিশ আহত হয়।
অপরদিকে গজনি প্রদেশের কোররেবাগ শহরের গভর্নর সায়েব খান এলহাম জানিয়েছে,শহরের বেশ কয়েকটি পুলিশ ফাঁড়িতে তালেবানরা হামলা চালিয়েছে। তাদের হামলায় ৮ পুলিশ নিহত এবং আরও ৭ পুলিশ আহত হয়েছে। ঈদুল ফিতরের পর যুদ্ধ বিরতি শেষ হয়ে যাওয়ায় তালেবান এবং আফগান পুলিশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
বাংলাপ্রেস/আর এল