Home Uncategorized বঙ্গোপসাগর উত্তাল ট্রলার ডুবিতে ২০ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগর উত্তাল ট্রলার ডুবিতে ২০ জেলে নিখোঁজ

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: লঘু চাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে গেলে চালনা এলাকায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে শনিবার সকালে ১৯ জেলেসহ এফবি অর্ক নামের আরেকটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে।
নিখোঁজ ১৯ জেলের বাড়ি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
নিখোঁজ জেলের মধ্যে দুলাল মাঝি (৫৫), মিন্টু (৩৫), আইউব আলী (৪০), ছিদ্দীক (৩০), নাসির (৩২), রুবেল (২৫), সোলায়মান (৪০), রাহাত (২০), মনির (২৫), সফিক (৩০), হাকিম (৩২), কাশেম (৩৮), মোতালেবের (৪০) নাম জানা গেছে।
ডুবে যাওয়া ট্রলারের মালিক আশুতোষ সরকার গণ মাধ্যমকে জানান, গেল বুধবার (১৮ জুলাই) সকালে বরগুনা লঞ্চঘাট থেকে তার ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশে ছেড়ে যায়। শনিবার সকালে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। সমুদ্র উত্তাল থাকায় ঘটনাস্থলের কাছাকাছি থাকা জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করতে পারেনি।
এর আগে সকালে বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় এফবি তরিকুল-১ নামের অপর একটি ট্রলার ১৭ জেলেসহ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ ঘটনায় জেলেরা ১৬ জেলেকে উদ্ধার করলেও ওই ট্রলারের বাবুর্চি আমিরুল এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সকল জেলেকে উদ্ধারে বঙ্গোপসাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী