বাংলাপ্রেস অনলাইন: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন খালেদা জিয়া খুবই অসুস্থ। খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে সানাউল্লাহ গণমাধ্যমকে বলেন, তিনি খুবই অসুস্থ। আর আমরা মামলা সংক্রান্ত কিছু বিষয়ে কথা বলেছি।
শনিবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া কারাগারে প্রবেশ করেন। তারা দুজন পৌনে ৫টার দিকে বের হয়ে আসেন। একইসময়ে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামসহ তাঁর পরিবারের পাঁচজন কারাগারে প্রবেশ করেন। অন্যরা হলেন-বোনের স্বামী রফিকুল ইসলাম, ভাগ্নি সায়মা ইসলাম, ভাগ্নে ডা. মামুন ও মাসুদ।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। সেদিন থেকেই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে তাকে।
বাংলাপ্রেস/এফএস