Home খেলা কেন ‘বিশ্বকাপ মেডেল’ ফেরত দিলেন জানা গেল আসল কারণ !

কেন ‘বিশ্বকাপ মেডেল’ ফেরত দিলেন জানা গেল আসল কারণ !

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: হতে পারতেন বিশ্বকাপের ফাইনালে খেলা ক্রোয়েশিয়া দলের ২৩ সদস্যের একজন। নিকোলা কালিনিচ অবশ্য শেষ পর্যন্ত তাই আছেন, তবে কাগজে কলমে! বিশ্বকাপের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামতে না চাওয়ায় তাকে দেশে ফেরত পাঠিয়ে দেন কোচ জ্লাতকো দালিচ। এরপর ফাইনাল পর্যন্ত ২২ জনের দল নিয়েই খেলেছে ক্রোয়েটরা।

বিশ্বকাপে রানার্সআপ হওয়ায় প্রত্যেকে ক্রোয়েশিয়ান খেলোয়াড়ই পেয়েছেন রানার্সআপের মেডেল। ২৩ জনের দলে নাম থাকায় কালিনিচের জন্যও বরাদ্দ ছিল একটি। দেশে ফিরে কালিনিচের জন্য বরাদ্দ মেডেলটি তার কাছে পাঠিয়ে দেন ক্রোয়েশিয়ার স্পোর্টিং ডিরেক্টর।

তবে ভদ্রভাষায় সেই পদক প্রত্যাখ্যান করেছেন ক্রোয়েট ফরোয়ার্ড। রাশিয়া বিশ্বকাপে একটি ম্যাচও না খেলায় সেই মেডেলের যোগ্য নন বলেই তার এই প্রত্যাখ্যান। তবে খেলতে না পারায় মনে মনে যে ক্ষোভ জমিয়ে রেখেছেন তা বুঝতে না পারার কথা নয়।

বিশ্বকাপে যেহেতু খেলেননি, তার ঝলকও দেখেনি ফুটবল বিশ্ব। কিন্তু এর ফলে দলবদলে ক্ষতি হবে না বলে বিশ্বাস এসি মিলানে খেলা এ ফরোয়ার্ডের। স্প্যানিশ দল অ্যাটলেটিকো মাদ্রিদ এরইমধ্যে তার সঙ্গে যোগাযোগ করেছে বলে স্পোর্টস্কে নোভোস্টিকে জানিয়েছেন কালিনিচ।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী