বাংলাপ্রেস অনলাইন : ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপ ফুটবলের ‘টাইটেল সঙ’ গেয়ে যিনি সমস্ত বিশ্বকে মোহিত করে দিয়েছিলেন? অতি সম্প্রতি আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্না ভেনেজুয়েলার এই সোনালী কন্ঠের গায়িকা আমাদের ভারতীয়দের চমকে দিয়ে গেলেন। আমাদের অতি শ্রদ্ধেয় ভূপেন হাজারিকার বহুলভাবে জনপ্রিয় কালজয়ী গান “ও গঙ্গা তুমি বইছো কেনো” তিনি বাঙলাতে গাইলেন। দারুন !! কি অসাধারান উচ্চারণ !! সত্যিই তুলনাহীন !!
যদি মিনিট দশেক সময় হাতে থাকে, তাহলে অনুরোধ রইলো গানটা একবার শোনার। যদিও শুরুতেই বাংলা অংশটা পাবেন না, একটু পর থেকে পাবেন। প্রথমে ইংরাজীতে, পরে হিন্দীতে ও বাংলায়. আমি নিশ্চিত, একবার শুনতে শুরু করলে আর বন্ধ করতে ইচ্ছা করবে না। এতো গান নয়, দিকদিগন্ত আকীর্ণ করা সসাগর..এবং তার শ্রুতি প্রসন্ন বারতার প্লুত ধ্বনি |
বাংলাপ্রেস/আর এল