Home আন্তর্জাতিক ভিয়েতনামে বন্যায় ২২ জনের মৃত্যু, নিখোঁজ ১২

ভিয়েতনামে বন্যায় ২২ জনের মৃত্যু, নিখোঁজ ১২

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন :ভিয়েতনামের মধ্য ও উত্তরাঞ্চলে টাইফুন সন-তিনের আঘাতের ফলে সৃষ্ট প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ২২ জনের মৃত্যু ও ২৩ জন আহত হয়েছে। এতে এখনো ১২ জন নিখোঁজ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি সোমবার সকালে একথা জানিয়েছে।

এ ২২ জনের মধ্যে উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশের ১১ জন, উত্তরাঞ্চলীয় সন লা প্রদেশের চারজন, উত্তরাঞ্চলীয় ফু থো প্রদেশের তিনজন, মধ্যাঞ্চলীয় থান হোয়া প্রদেশের দুইজন ও হোয়া বিন প্রদেশের একজন রয়েছে।নিখোঁজ ১২ জনের মধ্যে ইয়েন বাইয়ের ছয়জন, থান হোয়ার তিনজন, সন লা’র দুইজন ও ফু থো’র একজন রয়েছে। খবর সিনহুয়ার।

এ প্রাকৃতিক দুর্যোগে ২৩১ টি ঘরবাড়ি ধসে পড়েছে এবং প্রায় ৫ হাজার ৯শ’ ঘরবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। এতে ৬ হাজার ৫শ’ গবাদি পশু ও ১ লাখ ৬ হাজার হাঁস-মুরগি ভেসে গেছে। এ দুর্যোগে ৫ হাজার ৭শ’ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে।

বাংলাপ্রেস /এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী